নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালীতে নবগঠিত উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বিকেলে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাগর মন্ডল, সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল, ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা কামাল হোসেন, মিজানুর রহমান, সাফিন সরোয়ার তুষার, সোহেল মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সব সময় ভবিষ্যৎ নেতা তৈরী করে। আজ যারা ছাত্রলীগ করছো আগামীতে তোমরাই নেতৃত্ব দেবে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার দিক নির্দেশনা প্রদান করেন।