॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস এর নিজবাড়ী রতনদিয়া গ্রামে বাৎসরিক শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২ টায় পূজা অর্চনা পরিচালনা করেন পুরোহিত শ্রী সুমন কুমার চক্রবর্তী। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা কমিটি ও রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুন কুমার সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, সদস্য সজন কুমার দাস, কালুখালী পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মানিক দাস, গৌরপদ বিশ্বাস, অশান্ত কুমার পাল বাঘা ও বিপ্লব কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।