॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগীতে প্রতিবেশীর বাড়ী ভাংচুরের অভিযোগে কালুখালী থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের মৃত নিজাম আলী শেখ এর পুত্র ইউসুফ আলী’র ৪০ বছর পূর্বের দখলীর জমির উপরে নির্মিত বাড়ী ভাংচুর করেছে একই গ্রামের মৃত মুজাম উদ্দিন শেখের পুত্র আহম্মদ আলী শেখ, কাদের শেখ, মোঃ আজিজ শেখ, মোহাম্মদ আলী শেখ এবং আহম্মদ আলী শেখ এর পুত্র চাঁদ আলী শেখ সহ অন্যান্যরা।
শুক্রবার বিকেলে সরেজমিনের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কালুখালী থানাধীন চাঁদমৃগী মৌজার ১৩৬ নং খতিয়ানের ২৩৩ ও ২৩৬ নং দাগের উপর নির্মিত বাড়ী প্রতিপক্ষরা ভাংচুর করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
এসময় সাংবাদিকদের দেখে মোহাম্মদ আলী শেখ এর পুত্র মাসুদ শেখ ও সুজন শেখ তেড়ে এসে চড়াও হয় এবং বাজে ব্যবহার করে।
অভিযোগকারী ইউসুফ আলী বলেন, আমার বাবার স্বত্ব দখলীয় সম্পত্তিতে বিগত ৪০ বছর যাবত ভোগ দখলদার হয়ে আসিতেছি। এখন তারা বলে এই জমি আমাদের। তোমরা বাড়ী ভেঙ্গে এখান থেকে চলে যাও। আমাদের টয়লেট পর্যন্ত ওরা ব্যবহার করতে দিচ্ছে না। সেটাও তালা মেরে রেখেছে। আমি এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমার কাগজপত্র প্রশাসন দেখে আমাকে জমি ছেড়ে দিতে বললে আমি ছেড়ে চলে আসবো।
এ ব্যপারে অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলতে গেলে তাদের কেউই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
এ ঘটনায় মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে চলাচলের বন্ধকৃত রাস্তা খুলে দিয়ে মিমাংশা করার জন্য তাগিদ প্রদান করেন।