॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় রতনদিয়া বাজারের খান প্লাজার ২য় তলায় কালুখালী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক রুবেল হোসেন এছাড়াও কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল, সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, পারভেজ হোসেন সহ সোহেল রানা, আশরাফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই দেশের জন্য কাজ করে গিয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাবো আপনারা সাংবাদিকবৃন্দ আমাদের ভালো কাজগুলো লিখনির মাধ্যমে তুলে ধরবেন।