অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার (৩ এপ্রিল) থেকে বন্ধ রাখবে ফ্লাইট অপারেশনগুলো।
শনিবার (৩ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (কাব) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে।