নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ২য় ধাপে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাট-বাজারে মাস্ক বিতরণ করেছে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলার মদাপুর ইউনিয়নের মাদপুর বাজার, গান্ধিমারা বাসষ্ট্যান্ড, গোয়ালপাড়া বাজার ও দূর্গাপুর বাসষ্ট্যান্ড এছাড়াও গত শুক্রবার বিকেলে কালিকাপুর ইউনিয়নের স্লুইচগেট বাজার, হরিণবাড়ীয়া বাজার, কালিকাপুর বাজার ও ঝাউগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার সহ বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ করা হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশক্রমে তার সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশষ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এর সার্বিক সহযোগীতায় রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে এ মাস্ক বিতরণ করা হচ্ছে।
মাস্ক বিতরণ কালে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, কালিকাপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু, মদাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি এববিএম রোকনুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মদাপুর বাজার বণিক সমিতির সভাপতি আমির আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু, সোহেল আলী মোল্লা, গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম, কামাল হোসেন, শেখ মোঃ রিপন, তুষার হোসেন, রবিউল হাসান রবি, নাজির হোসেন, হাবিব হোসেন, পারভেজ শেখ, সাগর মন্ডল, সিহাব উদ্দিন বিপুল ও আশরাফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।