দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রোজার ঈদ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোজার ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে ঈদের পর বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দেশে এক বছরেও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেয়ার ঘােষণা দিয়েছিল সরকার। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সড়ে দাড়িয়ে রোজার ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার।