“মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ”- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ পুলিশ কালুখালী থানার উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় সারা দেশের ন্যায় একযোগে এ ক্যাম্পেইন শুরু হয়। প্রথমে কালুখালী থানা চত্ত্বর থেকে বিশাল একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিন করে একই স্থানে এসে সমাপ্ত হয়। এসময় কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম করার জন্য পরামর্শ দেওয়া হয়। পরে জনসাধারণের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
সচেতনতা ক্যাম্পেইনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মোল্লা, এসআই মনির হোসেন, জাহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর হোসেন, হাসানুজ্জামান, মোঃ আশিক সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।