Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

রাজবাড়ীতে চৌদ্দশত পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান মহোদয়ের দিকনির্দেশনায়,  মোঃ সালাহউদ্দিন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে এবং রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন গোবিন্দপুর হতে মোঃ লুৎফর খাঁ @ মোল্লা, পিতা–মৃতঃ করম আলী খাঁ এবং মোঃ কুব্বাত আলী(৪৮), পিতা-মৃত চেনুউদ্দিন কে ইং-২৭/০২/২০২১ তারিখ তাদের দখল হতে ১৩ পিছ কসটেপ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো ক্যাপসুল যার মধ্যে সর্বমোট (১৩×৫০)=৬৫০ (ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ওজন ৬৫.০০ গ্রাম, (মূল্য অনুমান ১,৯৫,০০০/- টাকা) উদ্ধার পূর্বক আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে তাদের পেটের ভিতরে আরো কসটেপ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো ক্যাপসুল (ইয়াবা ট্যাবলেট) রয়েছে। পরবর্তীতে চিকিৎসকের শরনাপন্ন হলে এক্স-রে’র মাধ্যমে আটক ব্যক্তিদ্বয়ের পাকস্থলীতে ক্যাপসুল আকারের বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

উক্ত বিশেষ ব্যবস্থায় পাকস্থলী হতে ১৫ পিছ কসটেপ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো ক্যাপসুল যার মধ্যে সর্বমোট (১৫×৫০)=৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ওজন ৭৫.০০ গ্রাম, (মূল্য অনুমান ২,২৫,০০০/- টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয় । আসামীদ্বয়ের নিকট থেকে সর্বমোট (৬৫০+৭৫০)=১৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট যার সর্ব মোট (৬৫.০০+৭৫.০০)= ১৪০.০০ গ্রাম (মূল্য অনুমান (১,৯৫,০০০+ ২,২৫,০০০)=৪,২০,০০০/-টাকা) উদ্ধার করা হয়।

এ বিষয়ে দু’জন আসামীর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা নং-১৭, তারিখ-২৮/০২/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।

 

(c) জেলা পুলিশ, রাজবাড়ী

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!