ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের দাবি মেনে নিযে স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে সরকার। নতুন রুটিনে দুইটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার এ রুটিন প্রকাশ করা হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্নাতক চতুর্থ বর্ষের যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হবে ৭ মার্চ। আর বৃহস্পতিবার স্নাতক তৃতীয় বর্ষের নির্ধারিত পরীক্ষাগুলো হবে ১৩ মার্চ।
স্নাতক চতুর্থ বর্ষের বাকি পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি, ২ ও ৪ মার্চ নেয়া হবে। আর স্নাতক তৃতীয় বর্ষের বাকি পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬ ও ৯ মার্চ হবে। নির্ধারিত দিনে সকাল ৯টায় এসব পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার জন্য কলেজগুলোর হোস্টেল খোলা হবে না।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এগুলোতে মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমিয়ে শিক্ষার মান বাড়াতে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও এখনো সমস্যাগুলো দূর হয়নি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কলেজগুলোর বড় সমস্যা হলো ঠিক সময়ে পরীক্ষা না নেয়া এবং দেরিতে ফল প্রকাশ করা।