মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপী পোষাক তৈরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এ পোষাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস বলেন এ প্রশিক্ষনের মাধ্যমে আত্ব নির্ভশীল হতে পারবেন প্রশিক্ষার্থীরা। ২ জন প্রশিক্ষক মোছাঃ তারিনা পারভিন ও মুর্শিদা খাতুনের মাধ্যমে ২৫ প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন এ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা তাদের কাজের মাধ্যমে বেকারত্ব দূর করতে পারবেন এর মাধ্যমে দেশে বেকারত্ব দূরকরা সম্ভব। এ সময় প্রশিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।