স্টাফ রিপোর্টার, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পরিবারের নামে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ আল আমিন ভূঁইয়া মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার আপন ছোট মামা মোঃ তাইজুল মৃধা (৪৬) ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমি ছাড়াও মামলায় আমার বড় মামা মোঃ আসকর মৃধা, বড় মামার পুত্র মোঃ রেজাউল মৃধা, মামি মনোয়ারা বেগম, মেজ মামা আব্বাস মৃধা, মেজ মামার পুত্র জয়নাল মৃধা, আমার পিতা সিদ্দিক ভূঁইয়া, আমার বড় ভাই হানিফ ভূঁইয়া, আমি আল আমিন ভূঁইয়া, মেজ ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী মানিক ভূঁইয়া, মেজ মামি জয়গুন বেগম ও আমার মা আনোয়ারা বেগম এর আসামী করে গত ০৪/০২/২০২১ ইং তারিখে রাজবাড়ী কোর্টে মামলা করেছে, মামলা নং- সিআর ৮৯/২১।
মামলায় উল্লেখিত ঘটনার দিন বাড়ীর জমি বিক্রি করে টাকা নেওয়ার জন্য আমার নানা-নানির উপর অত্যাচার শুরু করে এবং তাদের উপর চড়াও হয়। এসময় আমার বড় মামা ও তার পুত্র বাদীকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেন। সেসময় তাদের মাঝে হাতা-হাতি হয়। মামাদের বাড়ী হতে আমাদের বাড়ীর দূরত্ব প্রায় এক কিলোমিটার। ঘটনার সময় আমি ও আমার পরিবারের সদস্যরা কেউই সেখানে ছিলো না। এছাড়াও মামলায় উল্লেখিত লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বর্তমানে আমি ও আমার পরিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে অব্যহতি চাই।