॥নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
রাজবাড়ীর কালুখালীতে আমেরিকা থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন শেষে দেশে প্রত্যাবর্তণ করায় ফজলে শাফি ও তার স্ত্রী সুমাইয়া সিরাজী কে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের নিজ গ্রাম মালিয়াটে এসে পৌছালে তাকে ফুলেল অভ্যর্থনা শেষে গ্রামবাসী সংবর্ধনা প্রদান করেন।
সে কালুখালী উপজেলার ১ নং রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মন্ডল এর দ্বিতীয় পুত্র।
ফজলে শাফি আমেরিকার হার্টফোর্ডের ইউনিভার্সিটি অব কানেক্টিকার্ট থেকে এলএলএম শেষ করেছেন এবং তার স্ত্রী সুমাইয়া সিরাজী আমেরিকার নিউইয়র্কের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে ¯œাতক শেষ করেছেন।
সংবর্ধনা প্রদানকালীন সময়ে তার বাবা সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মন্ডল, চাচা ইসলাম মন্ডল, আলম মন্ডল, গোলাম রাব্বী এছাড়াও টুটুল আহসান তুরান, রাকিব আল হাসান, সোহেল, শরিফুল, নিশান, সোহান, ওসমান সহ শত শাত গ্রামবাসী উপস্থিত ছিলেন।