Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে টিকাদান কর্মসূচির প্রথম দিনেই টিকা নিয়েছেন তিনি।

আজ সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে রোববার সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘করোনার টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ।’

এসময় তিনি জানান, এর আগে যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন।

টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করছে।

এদিকে শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।

প্রসঙ্গত, দেশের ১ হাজার ৫ টি কেন্দ্রের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ৫০টি হাসপাতালে টিকা দেয়া হবে।

করোনার টিকা দেওয়া হবে যেসব হাসপাতালে, সেগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬টি, দক্ষিণ সিটিতে ১৯টিসহ মোট ৪৫টি হাসপাতালের নামের তালিকা দুই সিটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

তবে ঢাকার আরও পাঁচটি হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!