রাজবাড়ীর কালুখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার মদাপুর ইউপির রাইপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম শেখ এর পুত্র মোঃ জাহাঙ্গীর শেখ।
কালুখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোঃ শাকিলুজ্জামান এর নির্দেশনায় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর সার্বিক তত্বাবধানে মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই হিরণ কুমার বিশ্বাস কৃষক সেজে ছদ্দবেশে বুধবার বেলা ১টার দিকে আসামী মোঃ জাহাঙ্গীর শেখ কে মদাপুর ইউপির রাইপুর গ্রামের মাঠ থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে এসআই হিরণ কুমার বিশ্বাস জানায়, জাহাঙ্গীর ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আসামী। তার বিরুদ্ধে এছাড়াও তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।