রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে গৃহহীন ও ভূমিহীন ৪০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি বুঝে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় গণভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৬৬ হাজার ১৮৯ টি ঘরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষেই কালুখালীর ৪০ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল বুঝে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, থানা ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আব্দুল গণি, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন এছাড়াও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মৃগী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর মোল্লা, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গৃহহীনরা ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।