॥রাকিব আল হাসান॥
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আমেরিকা প্রবাসী স্বরোজিত দাস।
তার বাড়ী রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে।
আজ সোমবার স্বরোজিত বিশ্বাস এর ছোট ভাইয়ের মেয়ে আমেরিকা প্রবাসী বৃষ্টি দাস এর সাথে কথা হলে তিনি জানান, আমার বড় জেঠু প্রায় এক মাস যুক্তরাষ্ট্রের সেন্টিনিলা হসপিটাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ছিল। প্রথমে করোনা পজেটিভ থাকার পরে নেগেটিভ হয়েছিল। পরে নিউমেনিয়া ও লান্সে ইনফেকশন হয়ে বাংলাদেশ সময় গত ১৭ জানুয়ারী দুপুর ২ টা ২৫ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তিনি আরও জানান তার শেষকৃত্য বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং তার মৃতদেহ আগামী শুক্রবার নাগাদ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
মৃত্যুকালে তিনি, এক স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, নিজ এলাকায় গরিব অসহায় মানুষের সার্বক্ষনিক সহযোগীতার সুনাম ছিলো।