রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে।
এসময় উপজেলা আওয়ামীলীগে সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মৃগী ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ বদর উদ্দিন সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, রফিকুল ইসলাম বাদশা, আব্দুর রহমান, খোরশেদ আলী মোল্লা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।