রাজবাড়ী জেলাধীন কালুখালীতে কালুখালী সরকারী কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হাসান এর সার্বিক তত্বাবধানে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুর রহমান মিঞা, মোঃ হাফিজুর রহমান, মোঃ মিজানুর রহমান ও মোঃ আব্দুর রহিম প্রমূখ।
এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
প্রভাষক হালিম ফকির এর সঞ্চালণায় আলোচনায় কলেজের অধ্যক্ষ আবুল হাসান তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ১৬ ই ডিসেম্বর স্বাধীন হলেও তার পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসার পর। এছাড়াও তিনি আলোচনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের শিক্ষকমন্ডলী সহ ছাত্র-ছাত্রীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে।