রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দেশের বানী পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল কালুখালী উপজেলা প্রতিনিধির কার্যালয় ফকিরপ্লাজার নিচ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালুখালী প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোহাম্মদ ফজলুল হক এর সঞ্চালণায় দৈনিক দেশের বানী’র কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও ঝাউগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ বজলুর রশিদ বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে, দৈনিক দেশের বানী পত্রিকা ৯ম বর্ষে পদার্পন করায় ভুয়োষি প্রশংসা জ্ঞাপন করে তথ্যবহুল সংবাদ পরিবেশনের আশাবাদ ব্যক্ত করেন। সর্বপরি তিনি পত্রিকার সম্পাদক ও কালুখালী উপজেলা প্রতিনিধি সহ পত্রিকার উত্তোরত্ত্বর সাফল্য কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে মাজবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মনোতোষ কুমার পাল, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, প্রাথমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিল্পী অজয় কুমার দত্ত, সূর্যোদয় সংঘের সভাপতি মোঃ বসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রকিব উদ্দিন খান মামুন, প্রধান শিক্ষক মোঃ আবজাল হোসেন এছাড়াও মোঃ নয়ন, আবু বক্কার সিদ্দিক বাবু মোল্লা, হাফিজুর রহমান, পত্রিকা বিক্রেতা মোঃ আবু সাঈদ মুন্সি ওরফে সাহেব আলী ও শাকিল আদনান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কালুখালী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম সম্মানিত অতিথিদের নিয়ে কেক কাটেন।