রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বহুল পরিচিত সামাজিক সংগঠন সূর্যোদয় সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে কালুখালীর ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন চত্বর থেকে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সভাপতি মোঃ বসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রকিব উদ্দিন খান মামুন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক বাবু মোল্লা এছাড়াও মোঃ রাসেল, রিপন দেওয়ান, হাফিজুর রহমান, তানভির রানা, মোঃ তসির মোল্লা, আনিস ফকির, বাপ্পা রাজ, মোঃ আক্তার শেখ, সোহেল ও মোঃ নাঈম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে সংঘের সভাপতি মোঃ বসির উদ্দিন মোল্লা বলেন, গতকাল থেকে শুরু হওয়া এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উপজেলার ৭টি ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে চলমান থাকবে।