মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিই একমাত্র নেতা যার নেতৃত্বে পাংশা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ,উপজেলা যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সু সংগঠিত ভাবে পরিচালিত হয়ে আসছে। রাজবাড়ী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র কোন বিকল্প নেই। তার ডাকে হাজার হাজার জনতা সমেবত হয়। আমাদের সকলকে ঐক্যবন্ধ হয়ে জিল্লুল হাকিম এমপি তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পাংশা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ এসব কথা বলেন।
”শিক্ষা শান্তি প্রগতি-ছাত্রলীগের মূলনীতি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার সকল ওয়ার্ড থেকে নেতা কর্মীরা পৃথক পৃথক ভাবে মিছিল সহকারে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমবেত হয়। দুপুর ১ টায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালিবাড়ী মোড়ে অস্থায়ী মঞ্চে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপকি মোঃ শফিকুল মোরশেধ আরুজ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি,খন্দকার মোঃ সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক ডাঃ এ এফ এম শফিউদ্দিন পাতা, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ^াস,উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল প্রমুখ।
এছাড়াও এসময় মঞ্চে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, পাংশা পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল, মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক,শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার বিশ^াস,পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা মুনা বিশ^াস,মৌরাট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিশ^াস, সাংগঠনিক সম্পাদক আলম মিয়া,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম রেজা,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েল, ছাত্রলীগ নেতা টিপু,মোঃ ফারুকসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহ¤্রাধিক নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ও আশিক মাহমুদ মিতুলের নামে শ্লোগানে মূখরিত ছিল।