Newsun24

Most Popular Newsportal

লাইফস্টাইল

শীতে সম্পর্কের উষ্ণতা ধরে রাখার ৫ টিপস

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

সম্পর্কে যেসব ঘাটতি ছিল, পূরণ করে দিয়েছে করোনাভাইরাস। একসঙ্গে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছে। আগের থেকে এখন হয়তো আরও অনেক কাছাকাছি। তবু যেটুকু শীতলতা রয়ে গেছে, এই শীতে তাও ছুড়ে ফেলুন।

রইল টিপসঃ-

প্রেমের ঘাটতি মেটানোর অব্যর্থ ওষুধ হল যৌনতা। মুড ভালো করারও এটাই ওষুধ। বেশ কিছুদিন ধরে হয়তো খিটিমিটি লেগেই রয়েছে। একবার তার কাছে যান। মন ভরে আদর করুন। দেখবেন, দুনিয়াটা আগের থেকে অনেক সুন্দর মনে হচ্ছে।

খুব মানসিক চাপে রয়েছেন!‌ আজ রাতে মনের মানুষটির সঙ্গে ভালোমন্দ রান্না করুন। তারপর এক সঙ্গে খান।

শুধু রান্না নয়, ঘরদোরও একটু ঝেড়েমুছে নিন। পরিচ্ছন্ন ঘরে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এই কাজে সঙ্গীকে সাহায্য করলে তারও মন ভালো হবে।

সুন্দর করে সাজিয়ে ফেলুন ঘর। জ্বালান মোম। টেবিলে রাখুন একগুচ্ছ তার পছন্দের ফুল। নিজেও সাজুন সুন্দর করে। আজ ঘরেই সারুন ডেট। দেখুন পুরনো দিনের সেই প্রেম ফিরতে বাধ্য।

ভালোবাসা শেয়ার করলে নাকি আরও বাড়ে!‌ কথাটা মিথ্যে নয়। বাড়িতে আরও বন্ধু-দম্পতিকে ডাকুন। এক সঙ্গে আড্ডা দিন। নিজেদের ভালোবাসার গল্প শেয়ার করুন। দেখুন প্রেম বাড়বে আরও।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!