Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ কোটি সাড়ে ৮৩ লাখ ছাড়িয়েছে

 

প্রাণঘাতী করোনাভাইরাসের বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ কোটি সাড়ে ৮৩ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বুধবার বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা  ৭ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২৯৭ জন। আর এ  মৃত্যু হয়েছে ১৭ লাখ ২৪ হাজার ৩৯ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২৮ হাজার ৫৫৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৩ লাখ ২০ হাজার ২০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ হাজার ৩০৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বের প্রায় দু’শত দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি প্রতিরোধে নানা পদক্ষেপ নেয় বিশ্বের সংক্রমিত দেশ। তবুও করোনায় সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা অনবরত বাড়ছেই।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!