॥ শাকিল আদনান॥
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মৃগী ইউপির শিকজান বাজার দোয়েল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকাল ৩ টায় শিকজান বাজারে সমিতির কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ হামিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও মৃগী ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ বদর উদ্দিন সরদার প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান শিক্ষক মোছাঃ হালিমা খাতুন, মতিয়ার রহমান, সমিতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক আঃ আলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অত্র এলাকার অসহায় ও দরিদ্র ১৬৮ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।