মহামারি করোনাভাইরাসের টিকার প্রতি নিজ দেশের নাগরিকদের আস্থা বাড়াতে টেলিভিশন লাইভে এসে টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের নিউওয়ার্কের ক্রিস্টিয়ানা হাসপাতালে এসে ফাইজার ও বায়ো-এনটেক উদ্ভাবিত টিকা নেন ৭৮ বছর বয়সী এই রাজনীতিক।
একই হাসপাতালে এদিন বাইডেনের স্ত্রী জিল বাইডেনও টিকা নেন বলে জানিয়েছে প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন টিম।
এদিকে চলতি সপ্তাহেই টিভি লাইভে এসে করোনার টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী।
করোনা প্রতিরোধের টিকা প্রয়োগ শুরু হলেও যুক্তরাষ্ট্রের জনগণের বড় একটা অংশ তা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে না। টিকার প্রতি আস্থাও নেই অনেকের।
পিউ রিসার্স সেন্টার এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ করোনার টিকা নিতে অনিচ্ছুক। দেশটির মাত্র ৬০ শতাংশ মানুষ করোনার টিকা নিতে প্রস্তুত।
এর আগে সেপ্টেম্বরে এক জরিপে দেখা গিয়েছিল টিকা নিতে রাজি ৫১ শতাংশ মানুষ।
টিকা নেয়ার পর দেশের নাগরিকদের উদ্দেশে বাইডেন বলেছেন, টিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সেই সঙ্গে সবাইকে মাস্ক পরতে এবং বিশেষজ্ঞদের কথা শুনতে পরামর্শ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটিনও প্রকাশ্যে করোনার টিকা নেবেন বলে জানিয়েছেন।
এর মধ্য দিয়ে টিকা নিয়ে দেশটির নাগরিকদের ভুল ভাঙবে বলে ধারণা করা হচ্ছে। তবে টিকা গ্রহণ নিয়ে কোনো তৎপরতায় দেখা যাচ্ছে না প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। টিকা নিয়ে নাগরিকদের সন্দেহ দূর করার কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও।