॥ রাকিবুল ইসলাম, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
রাজবাড়ীর কালুখালীতে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার মৃগী ইউপির মৃগী বাজারে মসজিদ সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধা দিয়ানত আলী এর কবরস্থানে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পন করেন ।
পরে মৃগী শহীদ দিয়ানত কলেজের পক্ষ থেকে এবং মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, মৃগী শহীদ দিয়ানত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আয়ুব আলী, মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ কালাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত ফকির, মৃগী শহীদ দিয়ানত কলেজের শিক্ষক প্রতিনিধি কেএম মনিরুল আনোয়ার, ড. আবুল কালাম আজাদ, মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হারুণ অর রশিদ।