রাজবাড়ী জেলাধীন কালুখালী সরকারী কলেজের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দিবাকর গোস্বামী, প্রতিমা রনী বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান, মোঃ বজলুর রশিদ এছাড়াও প্রভাষক মোঃ হালিম ফকির এর সঞ্চালণায় অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান মিঞা, এএসএম আঃ রাজ্জাক, মোঃ খলিলুর রহমান, ইমাম জাহিদ, মোঃ মিজানুর রহমান ও আঃ রহিম মোল্লা, নবারুণ কুমার বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসান আলোচনায় তিনি বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী এ দেশকে মেধাশূণ্য করতে এই নরকিয় হত্যাযগ্য চালিয়েছিলো। কিন্তু তারা সেদিনের সেই ঘটনা না ঘটালে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো। সর্বপরি সে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি।