॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলার বোয়ালিয়া ইউপির বাংলাদেশ হাট মোড়ে শুকুর মার্কেটে পাংশা শাখার অধীনে ব্রাদার্স আইটি সল্যুশন এর মালিকানায় এ এজেন্ট ব্যাংক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার ও জেনারেল ইনচার্জ পাংশা ইসলামী ব্যাংক শাখা মোঃ সাইদুর রহমান, এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধীকারী মোঃ ফিরোজ আহম্মেদ, দোয়া মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার অধ্যক্ষ ডা. মহিউদ্দিন আহম্মেদ, ব্যবসায়ী মনির হোসেন এর সঞ্চালণায় বক্তব্য রাখেন মাজবাড়ী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম হেলাল, বোয়ালিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মন্ডল, কালুখালী সরকারী কলেজের প্রভাষক মোঃ সফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ হাট মোড় জামে মসজিদের খতিব মোঃ ইউনুস আলী মোল্লা, বাংলাদেশ হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবলু শেখ, ডিলার মোঃ চাঁদ হোসেন ও মোঃ সবুজ মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।