শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”- এই শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভাঙ্গার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ীর কালুখালীতে কর্মরত সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারী কর্মকর্তা ফোরাম এর ব্যানারে এ উপলক্ষ্যে শনিবার বেলা ১২ টায় উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে এ প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ম্যাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেখানো পথেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বাঙ্গালী জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধুকে বুঝায়। সেখানে তাকে যারা অবমাননা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।