শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২০ পালিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় রতনদিয়া বাজার থেকে একটি র্যালী বের হয়ে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বর পদক্ষিণ করে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে এসে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় র্যালীতে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান, কৃষি অফিসার মো. মাছিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, কালুখালী উপজেলা ওয়র্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার, কমিশনের রাজবাড়ী জেলা শাখার কার্যকরী সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মুন্সি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান ও শিব রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।