॥রাকিবুল ইসলাম॥
রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে ৫জন নারী জয়িতা সম্মাননা পেয়েছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগীতায় এ উপলক্ষ্যে বেলা ১২ টায় উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে নারী-পুরুষ সবাই সমান। নিজেদের অবস্থানে থেকে নারীদের উন্নয়নে এগিয়ে আসতে হবে সেই সাথে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হতে সকলকে উদ্বুদ্ধ হতে বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫জন সফল জয়িতারা তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে আরভীন বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে সাহিদা খাতুন, সফল জননী নারী হিসেবে নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে মোছাঃ আলেয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফাতেমা পারভীন। পরে তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।