চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছেন এই নায়িকা। ‘ঢাকাইয়া পাক্কি’ শিরোনামে এই রেস্টুরেন্টটি রাজধানীর বনানীতে অবস্থিত। ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা ববি স্বীকার না করলেও খোঁজ নিয়ে জানা গেছে, প্রযোজক সাকিব সনেটের সঙ্গে যৌথভাবে এটি শুরু করেছেন তিনি। ব্যবসার খোঁজখবরও রাখছেন নিয়মিত।
বর্তমানে শুটিং শুরু না করলেও প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। কয়েকটা ছবি ও ওয়েব ফিল্ম নিয়ে কথা হয়েছে ববির সঙ্গে। জানুয়ারি থেকে শুটিং ফ্লোরে যাবেন এই নায়িকা।
এদিকে ক্যারিয়ারে এতদিন পার করে ফেললেও এখনো সিঙ্গেল রয়েছে ববি। নিজের বিয়ে প্রসঙ্গে ববি বলেন, নিজের পছন্দের নয় বরয় মায়ের পছন্দের পাত্রকেই বিয়ে করবেন এই নায়িকা।
এর কারণ সম্পর্কে নায়িকার সাফ উত্তর, মায়ের অমতে বিয়ে করতে পারবো না। কারণ এমনিতেই তাদের সঙ্গে অনেক লড়াই করে অভিনয় ক্যারিয়ারে পা দিয়েছি। আমার মা এ ক্যারিয়ার পছন্দ করেন না। তাই অমতে বিয়ে করে মাকে আরেকবার কষ্ট দিতে চাই না।