॥কালুখালী প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে মঙ্গল পাগল স্মরণে ২দিন ব্যাপী সাধু সংগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল পাগল এর পুত্র জামাল পাগল এর আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলার বোয়ালিয়া ইউপির বোয়ালিয়া গ্রামে মঙ্গল পাগল এর বাস ভবনে বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত সাধু সংগে বিভিন্ন এলাকা থেকে শতশত লালনভক্তবৃন্দ এসে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সাধুদের আসন গ্রহণ, গান পরিবেশন শেষে সমাপনী দিনে পূণ্যসেবার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রথম দিনের অনুষ্ঠানে মঙ্গল পাগল স্মরণে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার দত্ত, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দার, বাউল সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি শাহ আলম (শম্ভু), সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান কামরুল, ইউপি সদস্য আঃ করিম মোল্লা, শেখ মোহাম্মদ ফারুক, সমাজসেবক আজিজুল ইসলাম আকু শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।