নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার ৬টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচী প্রকাশ করেছে কালুখালী উপজেলা নির্বাচন অফিস।
গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচী প্রকাশ করা হয়।
এতে কালিকাপুর ইউপির ভোটারদের মাঝে কালিকাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আগামী ০৮/১২/২০২০ ইং হতে ১৩/১২/২০২০ ইং পর্যন্ত, বোয়ালিয়া ইউপির ভোটারদের মাঝে আমেনা খাতুন বিদ্যাপীঠ-এ আগামী ১৫/১২/২০২০ ইং হতে ২১/১২/২০২০ ইং পর্যন্ত, মদাপুর ইউপির ভোটারদের মাঝে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৩/১২/২০২০ ইং হতে ২৮/১২/২০২০ ইং পর্যন্ত, মৃগী ইউপির ভোটারদের মাঝে মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজে ৩০/১২/২০২০ ইং হতে ০৪/০১/২০২১ ইং পর্যন্ত, সাওরাইল ইউপির ভোটারদের মাঝে বি-কয়া উচ্চ বিদ্যালয়ে ০৬/০১/২০২১ ইং হতে ১২/০১/২০২১ ইং পর্যন্ত এবং মাজবাড়ী ইউপির ভোটারদের মাঝে মাজবাড়ী আহম্মদিয়া সেরাতুল হক আলীম মাদরাসায় ১৪/০১/২০২১ ইং হতে ২০/০১/২০২১ ইং তারিখ পর্যন্ত বিতরণ করা হবে।
বিতরণকালে সকল ভোটারের দুই হাতের দশ আঙ্গুলের ছাপ এবং দুই চোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। একজনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্যজন নিতে পারবে না। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কেন্দ্রে সকাল ০৯ টা থেকে বিকাল ০৪ টা’র মধ্যে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১০/০৩/২০২০ ইং হতে ১৮/০৩/২০২০ ইং তারিখ পর্যন্ত ১নং রতনদিয়া ইউপির ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষে অন্য ইউপির ভোটারদের মাঝে বিতরণ স্থগিত হয়ে যায়।