Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত

 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দেশে প্রথম দফায় আসা করোনার তিন কোটি ডোজ বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে গণভবন প্রান্ত থেকে যুক্ত হন। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত ছিলেন সচিবালয় প্রান্ত থেকে।

এরপর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থ মন্ত্রণালয় করোনার টিকা কিনতে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। আজকের বৈঠকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবিলা ও টিকা সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে জরিমানার পরিমাণ কত, তা নিশ্চিত করা হয়নি।

জরিমানার বিষয়টি কেমন হবে? উত্তরে মন্ত্রিপরিষদ সচিব জানান, এক সপ্তাহ দেখার পর কারাদণ্ড দেয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!