রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনার সম্ভব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি রতনদিয়া বাজার হয়ে উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে লিফলেট ও জেলা প্রশাসন কর্তৃক সরবরাহকৃত সুরক্ষা সামগ্রী (মাস্ক) বিনামূল্যে বিতরণ করে সচেতনতা বৃদ্ধিতে সকলকে পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, প্রধান শিক্ষক শাহজাহান আলী সহ উপজেলা স্কাউটস এর সদস্যরা সহযোগীতা করেন।
পরে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় চারশত টাকা জরিমানা আদায় করা হয়।