॥রাকিব আল হাসান॥
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
রবিবার বিকাল ৪ টায় নির্মানাধীন কালুখালী থানা কমপ্লেক্স ভবন ও উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুলটিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ভূমিহীন নাগরিকদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
এসময় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি লক্ষ্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকল্প অনুযায়ী সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন।