রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
এ উপলক্ষ্যে বুধবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করে। সমাজের সকল প্রকার অবৈধ কার্যকলাপ দূর করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং এর মত অপরাধ ঘটার আশংকা দেখা দিলে আমাকে জানাবেন আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নের ৬০ জন গ্রাম পুলিশদের মাঝে নতুন ইউনিফর্ম বিতরণের জন্য শারিরিক মাপ নেওয়া হয় এবং অতিদ্রুত তাদের মাঝে বিতরণ করা হবে।