রাজবাড়ীতে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার কালুখালী উপজেলা স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারের আয়োজনে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যামূলক অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্কের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পাংশা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল ও এ্যাডঃ আব্দুস সাত্তার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমার নামে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। কিন্তু কোনো অপপ্রচারে আমাকে দাবানো যাবে না। কোনো ষড়যন্ত্র করে আমাকে প্রতিহত করা যাবে না। যারা এসকল অপপ্রচার করছেন অবিলম্বে তারা এসব বাদ দিন। জনগণের কল্যাণের জন্য রাজনীতি করুন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে আশপাশ রাস্তা পদক্ষিন করে একই স্থানে এসে সমাপ্ত হয়।