রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাংস্কৃতিক একাডেমীর পক্ষ থেকে কালুখালী থানার সাবেক সেকেন্ড অফিসার এসআই সরল মুর্ম পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সন্ধ্যায় মহিলা কলেজের দাতা সদস্য শহিদুল ইসলাম এর বাড়ী চত্বরে এ উপলক্ষ্যে একাডেমীর সভাপতি আঃ আজিজ শিকদার (আকু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রতনদিয়া রজনীকান্ত সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য আঃ করিম মোল্লা, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন চিনু মিয়া, মোঃ শহিদুল ইসলাম, মাহাবুব রহমান রবি সরদার, বাবুল শেখ, নাট্যশিল্পী সেলিম এছাড়াও মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একাডেমীর পক্ষ থেকে তাকে উপহার সামগ্রী প্রদান করা হয়।