মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে কৃষক সুলতান মোল্লার বাড়ীর রান্না ঘর হতে অগ্নীকান্ডের সুত্রপাত হয়ে বসত বাড়ী পুড়ে ধংষ হয়ে গেছে। শরিবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। অগ্নীকান্ডে ১টি বসত ঘর, ১টি গোয়ালঘর ও ১টি রান্না ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় প্রায় ৫ লক্ষাধীক টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে। বাড়ীর মালিক সুলতান মোল্লা ও এলাকাবাসি জানান ওই দিন সকাল সাড়ে ১০ টার সময় রান্নার ঘর হতে আগুনের সুত্রপাত হয়ে পাশেই বসত ঘর ও গোয়াল ঘরে আগুন ছড়িয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে পাংশার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তৎক্ষনে বসত ঘর, গোয়াল ঘর ও রান্না ঘর, ১০টি হাঁস পুড়ে মারা যাওয়সহ নগদ টাকা ও বিভিন্ন ফসলাদি,কাপড় চোপড় এবং আনুসঙ্গিক জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছাই হওয়ায় কৃষক সুলতান মোল্লা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সস্মুখিন হয়েছেন।