শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
“বঙ্গ বন্ধুর দর্শন সমবায়ে উন্নায়ন” এই প্রতিপাদ্যের বিষয়ে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় ৪৯ তম সমবায় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে সমবায়ী পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বাবু পঙ্কজ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, বিআরডিবি অফিসার দেবাশীষ দাস,জেলা পরিষদের সদস্য নিভা রানী বিশ্বাস,রাজবংশী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা বাবু সুভাষ চন্দ্র রায়, পুলুম বন্ধু সমবায় সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।