রাজবাড়ী জেলাধীন কালুখালীতে দারুন-নাজাত হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় উপজেলার কালিকাপুর ইউপির সাতটা গ্রামে অত্র প্রতিষ্ঠান চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোর মোহাম্মদ আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাররেট এর কমিশনার মুহম্মদ জাকির হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, জেনে বুঝে কোরআন পড়ানোর জন্য অত্র মাদরাসার শিক্ষকদের মনোযোগী হতে হবে। যাতে করে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আদর্শ নিয়ে কোরআনে হাফেজ হয়ে তার জীবন পরিচালিত করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, এনএসআই এর ডিডি রাজবাড়ী শরিফুল ইসলাম, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টা রাজবাড়ী ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবুল ইরশাদ মো. সিরাজুম মনির, উপদেষ্টা পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবু মুছা আশয়ারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ সভাপতি মোঃ ইউনুস আলী মোল্লা, প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মোঃ রফিকুল ইসলাম এছাড়াও সুমন হোসেন, মোঃ আজম ও শাহিনুর রহমান সহ এলাকার সম্মানিত সূধীজন উপস্থিত ছিলেন।
সভাপতি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোর মোহাম্মদ আকরাম হোসেন তিনি তার বক্তব্যে, গ্রাম্য পর্যায়ে হাফেজি মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে সকলের সাহায্য সহযোগীতা কমনা করেন। এছাড়াও তিনি সকলকে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে বলেন।