Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

মা ইলিশ রক্ষায় পাংশা-কালুখালীতে মৎস্য দপ্তরের অভিযানে ৪২ জেলের জেল

মাসুদ রেজা শিশির ॥

নিষিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনে রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ৪২ জেলের জেল দিযেছে, ৫০ জনকে জড়িমান করেছেন সেই সাথে ১১ লক্ষ হাজার ৫৪১ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়যে বিনষ্ঠ করেছে। ২টি উপজেলায় ৩৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের জেল ও জড়িমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ২টি উপজেলায় অভিযান হয়েছে পদ্মা নদীতে ১৬৫ বার অভিযানে গিয়েছে মৎস্য অধিদপ্তর।

২২ দিনের এ অভিযানে পাংশা উপজেলায় ২৮টি মামলা হয়েছে কালুখালীতে ৩১টি মামলা দায়ের হয়েছে। গত ২২ দিনের পাংশা উপজেলায় ১৩টি মোবাইল কোর্ট, অভিযান হয়েছে ৭৯টি, মামলা হয়েছে ২৮টি, জেল হয়েছে ২০ জনের, জড়িমানা হয়েছে ৩৬ জনের আর ৬ লক্ষ .২০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধংষ করেছেন। কালুখালী উপজেলায় ২৩টি মোবাইল কোর্ট, ৮৬টি অভিযান ৫ লক্ষ হাজার ৬২১ মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে ধংষ করেছে। মামলার সংখ্যা ৩১টি জেল হয়েছে ২২ জনের এবং জড়িমানা করা হয়েছে ১৪ জনকে।

পাংশা উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, কালুখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম’র নেতৃত্বে পদ্মা নদীতে এসব অভিযান পরিচালিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার, জেলা থেকে আগত নির্বাহী ম্যাজিস্টেঢ মোঃ আসাদুজ্জামান এসব অভিযানে ভ্রাম্যমান আদালতে এসব জেল জড়িমানা প্রমান করেছেন।

অভিযানে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মা ইলিশ বিভিন্ন এতিম খানায় ও গরীব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সকল অভিযানে র‌্যাব-৮, পাংশা মডেল থানা পুলিশ ও কালুখালী থানা পুলিশ সহায়তা প্রদান করেছেন। কালুখালী উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম বলেন আমরা চেষ্ঠা করেছি এই নিশিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষায় সর্বাক্ত কাজ করতে, সেই অনুযায়ী আমরা নিয়মিত পদ্মা নদীতে অভিযান করেছি।

গত বছরের সফল অভিযানের কারনে আমরা এ বছর সব সময় বাজারে ইলিশ মাছ তুলনা মূলক ভাবে কম দামে ক্রয় করতে পেরেছি। আশা করছি এ বছরেও আমরা আমাদের লক্ষ পুরণ করতে পারব। প্রসঙ্গত গত ১৪ অক্টোবর খেকে ৪ নভেম্বর প্রর্যন্তু ২২দিন ব্যাপী পাংশা-কালুখালী উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে অভিযান চালিয়েছেন মৎস্য অধিদপ্তর।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!