মাসুদ রেজা শিশির ॥
“শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেল্থ ক্যাম্প-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুপুর ১২ টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেল কক্ষে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে উপজেলা নারী অঙ্গণ সংস্থার শোভানেত্রী সান্তনা বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয় বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রোমানা আশরাফি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় পাংশা পৌরসভার উপকার ভোগীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রোমানা আশরাফি ও ডা: নিপা নন্দী।