মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ”মুজিববর্ষের আহবান, যুব কর্ম সংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়, র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ^াসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার,কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান,পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব মুনা বিশ^াস,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে যুব ও যুব মহিলাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।