॥ রাকিব আল হাসান॥
রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানের ১৬ তম দিনে ১লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১৬তম দিনে সারাদিনের অভিযানে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলার পদ্মা নদী থেকে ৩০ কেজি ইলিশ জব্দ করে অসহায় গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
অভিযানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোঃ ইমদাদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, এনডিসি সাইফুল হুদা, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। এছাড়াও র্যাব-৮ এর একটি টিম, কালুখালী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।