রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাট গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার (৩০/১০/২০২০ ইং) হতে গোয়ালন্দের পরিবর্তে ফরিদপুর-ভাঙ্গায় চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে রাজশাহী থেকে ছেড়ে এসে ঈশ্বরদী-পোড়াদহ-কুষ্টিয়া-কালুখালী-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রুটে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত মোতাবেক আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গোয়ালন্দ ঘাট এর পরিবর্তে রাজবাড়ীর পাচুরিয়া হয়ে আমিরাবাদ- ফরিদপুর-তালমা-পুকুরিয়া-ভাঙ্গা স্টেশনে চলাচল করবে।
ট্রেনের সময়সূচী:
রাজশাহী ছাড়বে সকাল ৮ টা।
ভাঙ্গা পৌঁছাবে দুপুর ২ টা।
ভাঙ্গা ছাড়বে ২ টা ২৫ মিনিটে।
রাজশাহী পৌঁছাবে রাত ৮ টা ২০ মিনিটে।



এতে করে ফরিদপুর অঞ্চলের সাথে কুষ্টিয়া হয়ে রাজশাহী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।