রাজবাড়ী জেলাধীন কালুখালীতে শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
এ বছরে উপজেলার ৭টি ইউনিয়নে ৫৬ টি দূর্গা মন্ডপে এ শারদীয় উৎসব উৎযাপিত হয়েছে। সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যার পর পরই প্রত্যেকটি প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল।
উপজেলার থানা সংলগ্ন চন্দনা নদীর পাড়ে এলাকার বিভিন্ন মন্দিরের প্রতিমা একত্রিত করে বিসর্জন কাজ সম্পন্ন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, সাধারণ সম্পাদক যাদব দত্ত, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার সাহা, ইউপি সদস্য সঞ্জয় কুমার হালদার, উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক দাস ও দপ্তর সম্পাদক দীজেন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমা বিসর্জনকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান আনন্দমূখর পরিবেশে বিসর্জন কাজ সম্পন্ন করতে নানা পদক্ষেপ হাতে নিয়ে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।